কীসের অপেক্ষায় আরিফিন শুভ


গত মাসে মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় সিরিজ ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটির রেশ কাটতে না কাটতেই আবারও দর্শকের সামনে হাজির হচ্ছেন আরিফিন শুভ। সম্প্রতি অ্যাকশন মুডে পর্দা কাঁপানো এই নায়কের ভক্তরা অপেক্ষা করছেন শুভর রোমান্টিক মুড দেখার জন্য। শুধু ভক্ত নয়, শুভ জানালেন তিনি নিজেও অপেক্ষায় আছেন।

১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় মুক্তি পাবে আরিফিন শুভর ওয়েব সিনেমা ‘উনিশ২০’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আফসান আরা বিন্দু। কয়েক বছর পর এই সিনেমার মধ্য দিয়ে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু।

আরিফিন শুভ বলেন, ‘এখন কোনো কিছুই বলতে চাই না। ১৩ তারিখ থেকে যখন মানুষ দেখা শুরু করবে, তারা কী বলবে তা জানার অপেক্ষায় আছি।’

সিনেমাটি নিয়ে আপনার প্রত্যাশা কী—এমন প্রশ্নে শুভ বলেন, ‘সিনেমাটি নিয়ে প্রত্যাশা তো আছেই। আপাতত চাই মানুষ সিনেমাটা দেখুক। সুন্দর কিছু গান, কিছু ভালোবাসার মুহূর্ত, মন ভালো, মন খারাপ, দর্শকের অনুভূতি কী; সব জানার জন্য মুখিয়ে আছি।’

‘উনিশ২০’ সিনেমার দৃশ্যে আরিফিন শুভ ও বিন্দু।ছবি : সংগৃহীত

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই সিনেমায় দেখা যাবে, দুই মেরুর দুজন মানুষ, একজন অন্যজনের থেকে একদম বিপরীত। উনিশ-বিশ নয়; তারা যেন উনিশ-ঊনচল্লিশ। যখন তারা সম্পর্কের বাঁধনে বাঁধা পড়ে, যখন এক ছাদের নিচে আসে তখন কী হয়? অমিলটাই যেন তাদের মিল! আর বিচ্ছেদটাই যেন তাদের প্রেমের জন্মগাঁথা!

ফিল গুড লাভ স্টোরি/ফিল গুড রোম্যান্স ঘরানার ৯০ মিনিটের এই সিনেমায় থাকবে তিনটি গান। এরই মধ্যে সিঁথি ও সাকিবের গাওয়া ‘পাখি পাখি মন’ দর্শকনন্দিত হয়েছে।

চরকির জন্য মিজানুর রহমান আরিয়ানের দ্বিতীয় সিনেমা এটি। আরিয়ান বলেন, ‘আমাদের দেশে সিনেমা নির্মাণ খুব সহজ কাজ নয়। অসংখ্য প্রতিকূলতার মধ্য দিয়ে একটা সিনেমা বানাতে হয়। কিন্তু সেসব প্রতিকূলতা, কঠিন অভিজ্ঞতা সবই মধুর হয় যখন সিনেমাটা দর্শকের ভালো লাগে। তাই আমি সিনেমা-পরবর্তী অভিজ্ঞতার জন্যই বেশি অপেক্ষা করি।‘

সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন—তা জানিয়ে পরিচালক বলেন, ‘ভালো লেগেছে। স্ক্রিপ্ট রিডিং, ওয়ার্কশপ থেকে শুরু করে শুটিংয়ের শেষ দিন পর্যন্ত তারা সবাই বেশ আন্তরিক ছিলেন। এই সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন শেখ রাজিবুল ইসলাম। সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। আর সিমিত রয় অন্তরের সম্পাদনা, আশরাফুল আলমের কালার গ্রেডিং ও শব্দবিন্যাসে রিপন নাথ সিনেমাটির সৌন্দর্য আরও বাড়িয়েছেন।’

এই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার ও তানিয়া আহমেদকে। আরও আছেন হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান, ইরফান মৃধা শিবলু, তপন মজুমদার, এলিনা শাম্মি, আমিরুল ইসলাম, শর্মী আহমেদ, মুনমুন সিদ্দিকী, লিওনা লুভাইনা, সুস্মিতা সিনহা, এ এম মজুমদার প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *