১৯ এপ্রিল থেকে শুরু ঈদের ছুটি
আজ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
মানুষের ঈদযাত্রা সহজ করতে এবার ১৯ এপ্রিল শব-ই-কদরের ছুটির পরদিন ২০ এপ্রিলও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।ফলে এবার ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে ১৯ এপ্রিল থেকেই।এ বছর ঈদের ছুটি হওয়ার কথা ছিল ২১-২৩ এপ্রিল আর শব-ই-কদরের ছুটি ১৯ এপ্রিল। ঈদের আগে শেষ কর্মদিবস হতো ২০ এপ্রিল।
সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘আজ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত ছুটি চলবে বলে জানান তিনি।এর আগে গত ২ এপ্রিল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য ঈদের ছুটি একদিন বাড়াতে সরকারের কাছে প্রস্তাব জানায়।