সেপ্টেম্বর ৯, ২০২৪

মেট্রোরেল নির্মাণে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সামান্য ক্ষতি হবে


মেট্রোরেল (এমআরটি লাইন-১) প্রকল্পের নির্মাণকাজের কারণে পূর্বাচলে আট লেনের এক্সপ্রেসওয়ের (তিনশ ফিট) সামান্য ক্ষতি হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাহ নুরী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ রোববার মেট্রোরেলের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘যে কোনো কাজ করতে গেলে কিছু সমস্যা হয়। মেট্রোরেল নির্মাণের কারণে পূর্বাচল তিনশ ফিটের তেমন ক্ষতি হবে না, সামান্য ক্ষতি হবে। প্রকল্প বাস্তবায়নের এলাকায় কারও জমি নেওয়া হলে, কারও ভবন বা বাড়ি ভাঙা পড়লে তার জন্য অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হয়। তার আগে কতটুকু ক্ষতি হবে, আমরা তা স্টাডি করি।

তিনি আরও বলেন, ‘রাস্তার সামান্য ক্ষতি হবে। যে জায়গায় কাজ হবে, সেখানে ব্যারিকেড দেওয়া হবে, আইলেন ভাঙা পড়বে, রাস্তার কিছু অংশ ভাঙা পড়বে। এটাকে রাস্তাকাটা বলা যাবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *