ভাষাশহীদদের স্মরণে কানসাই আ.লীগের আলোচনা সভা ও দোয়া


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাপানের ওসাকা শহরের ইকুনো কিউমিন সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। আজ রোববার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এ অনুষ্ঠান হয়।

কানসাই আওয়ামী লীগের সভাপতি আবু সাদাত মো. সায়েমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানসাই আওয়ামী লীগের উপদেষ্টা আমিনুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত, পবিত্র কোরআন ও গীতা পাঠ শেষে ভাষাশহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কানসাই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলমের উপস্থাপনায় আলোচনা সভা হয়।

সভাপতির বক্তব্যে আবু সাদাত মো. সায়েম বলেন, বাংলাদেশের গৌরব ইতিহাস ও ঐতিহ্যে আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন একটি উন্নয়নের রোল মডেল। বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দা থাকলেও বাংলাদেশে প্রতিনিয়ত পূর্বের মতোই এখনো প্রগতিশীল ধারায় উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। সুতরাং দেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *