যা থাকবে আইফোন ১৫-তে
প্রতি বছরের শেষ প্রান্তিকে বাজারে নতুন মডেলের আইফোন নিয়ে আসে অ্যাপল। আর এটি নিয়ে সারা বছর উৎসাহ-উদ্দীপনা থাকে আইফোন প্রেমিদের মধ্যে। কী থাকছে পরবর্তী মডেলে– জানতে উদগ্রিব থাকেন বিশ্বের প্রযুক্তি পাগলরা। ইতিমধ্যে পরবর্তী আইফোন ১৫ সম্পর্কে আগাম কিছু তথ্য দিয়েছে ট্রেন্ডফোর্স।
- ৮ জিবি র্যাম গুরুত্ব পাবে।
- ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা।
- ২,৫০০ নিট উজ্জ্বলতার ডিসপ্লে।
তাইওয়ানের সাপ্লাইচেইন বিষয়ক গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্স বলছে, আইফোন ১৫-তে গুরুত্ব পাবে র্যাম। আর সিরিজে থাকবে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। পাশাপাশি থাকতে পারে আইফোন ১৫ আলট্রা।
এই মডেলগুলোর মধ্যে আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সে থাকতে পারে ৮ জিবি র্যাম। বর্তমানে আইফোন ১৪ এর সিরিজগুলোতে রয়েছে ৬ জিবি র্যাম।
এ ছাড়াও আইফোন ১৫ প্রো আইফোন ১৫ প্রো ম্যাক্সে আগের যেকোনো মডেলের তুলনায় থাকবে আরও বক্রাকার (কার্ভড) এবং ‘থিন বেজেল’ ডিসপ্লে। ফলে স্মার্টফোনটি দেখতে অনেকটা অ্যাপল ওয়াচের মতো হবে।
এতে ব্যবহার করা হতে পারে স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ডিসপ্লে; যেখানে থাকবে আড়াই হাজার নিটের উজ্জ্বলতা। বর্তমানে আইফোনে সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে ২০০০ নিটের।
আইফোন ১৫ সিরিজের ডিভাইসগুলোকে ‘ভবিষ্যৎ প্রজন্মের’ আদলে তৈরি করছে অ্যাপল। আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।