রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে চীনের সহায়তা চাইবেন ফরাসি প্রেসিডেন্ট


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেনে চালানো রাশিয়ার অভিযান বন্ধ করতে আগামী এপ্রিলে তিনি চীন সফর করে চীনা সরকারের সহায়তা চাইবেন।

গতকাল শনিবার এ ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। ইউক্রেন-রাশিয়ার মধ্যে বছরব্যাপী চলা সংঘাত বন্ধ ‘রাজনৈতিক নিষ্পত্তি’ ও যুদ্ধবিরতির জন্য চীনের ১২ দফা প্রস্তাবের পর এ ঘোষণা দেন তিনি।

প্যারিসে অনুষ্ঠিত একটি কৃষি প্রদর্শনীর সাইডলেনে দেওয়া বক্তব্যে মাখোঁ জানান, ‘এপ্রিলের শুরুর’ দিকে তিনি চীন সফর করবেন।

শান্তি আলোচনায় চীনের জড়ানো খুব ভালো ব্যাপার মন্তব্য করে মাখোঁ জোর দিয়ে বলেন, যদি রাশিয়া অভিযান বন্ধ করে, সেনা প্রত্যাহার করে এবং ইউক্রেনের ভৌগোলিক সার্বভৌমত্ব ও তার জনগণকে সম্মান করে তখন কেবল শান্তি সম্ভব।

তিনি আরও বলেন, রাশিয়াকে চাপে রাখতে চীনকে অবশ্যই আমাদের সাহায্য করতে হবে, যাতে দেশটি কেমিক্যাল বা পরমাণু অস্ত্র ব্যবহার না করে। এ ছাড়া শান্তি আলোচনার পূর্বশর্ত হিসেবে রাশিয়াকে আগ্রাসন বন্ধ করতে হবে।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এবং ভারতে চলমান জি-২০ সম্মেলন থেকে এ যুদ্ধের নিন্দা জানিয়ে দিতে চাওয়া যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানো সত্ত্বেও, এ সংঘাতে নিজেদের নিরপেক্ষ হিসেবে তুলে ধরতে চেষ্টা করছে বেইজিং।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *