বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা ইতালির উদ্যোগে ফুটবল অনুশীলন শুরু!

প্রবাসী রিপোর্টঃ (মুন্দিয়া লিদো) মিনি বিশ্বকাপ ২০২৪-এ অংশগ্রহনের লক্ষে বাংলাদেশ যুবক্রীড়া সংস্থা ইতালির উদ্যোগে ইতালির রাজধানী রোমে অনুশীলন শুরু হয়েছে।
আগামী ২৩ মে, বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে মুন্দিয়ালিদো মিনি বিশ্বকাপ। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরতে যুব ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুশীলন চলবে খেলা শুরুর আগের দিন পর্যন্ত। গতকাল অনুশীলন শুরুর দিনে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবক্রীড়া সংস্থা ইতালির সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ রব মিন্টু, বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শরীয়তপুর জেলা সমিতি ইতালির সভাপতি আব্দুর রউফ ফকির, সাবেক ছাত্রনেতা আলী আযম, আওয়ামী লীগ নেতা আবুল বাশার মালত, শ্রমীকলীগ নেতা মোঃ ইলিয়াস মোল্লা, আওয়ামী লীগ নেতা নাসিম হোসাইন, কবির হোসেন, ইলয়াস মাদবার, হাবিব মাতুব্ব।
এ সময় বাংলাদেশ যুবক্রীড়া সংস্থার নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বায়েজিদ আলী, সাধারণ সম্পাদক আজাদ জাবেদ, সিনিয়র সহ সভাপতি শামছুল ইসলাম, সহ সভাপতি জর্জ ইসলাম, এমডি সোহেল, ওসমান বাপ্পি, যুগ্ম সাধারন সম্পাদক বাব্বি আলী, সাংগঠনিক সম্পাদক আল আমীন উদ্দিন, শরীফ ইসলাম, তারেক রহমান, তথ্য বিষয়ক সম্পাদক অভি মাদবার, উপপ্রচার সম্পাদক আলম আমীন, সম্মানিত সদস্য পলাশ, নাজিম, শামীম ইসলামসহ অন্যান্যরা।