দিনে দোকানদারি, রাতে ছিনতাইকারী!


ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে চাকু ও রড জব্দ করা হয়। এসময় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ মার্চ) রাতে মিরপুর মডেল থানার মিরপুর ১০ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার হওয়া পাঁচ জন

গ্রেপ্তার পাঁচ জনই দিনের বেলায় দোকানদারি ও অন্য পেশায় কর্মরত থাকে। আর রাতের বেলা একসঙ্গে ছিনতাই করে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।এরা হলো শাহাদাত আলী স্বপ্ন (২৬), মো. সাকিব (১৮), মো. আল আমিন নিনজা (২০), মো. অন্তু (২৪) ও মো. স্বাধীন বোকাউল (২২)। মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার পাঁচ জন চিহ্নিত ছিনতাইকারী। তবে তারা দিনে সবাই অন্যান্য পেশায় যুক্ত থাকেন। শাহাদত আলী স্বপ্ন দিনের বেলা জুতার দোকানদারি করেন, মো. আল-আমিন নিনজা নান্নু মার্কেটে প্যান্ট শার্টের দোকানদার, সাকিব ওয়ার্কশপ শ্রমিক, অন্তু ডেকোরেটর দোকানদার এবং স্বাধীন বোকাউল অটোরিকশাচালক। রাতের বেলা তারা একসঙ্গে ছিনতাই করে।ওসি বলেন, সোমবার রাতে মিরপুর ১০ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার চাকু ও লোহার রড জব্দ করা হয়। এসব চাকু ও রডের ভয় দেখিয়ে তারা ছিনতাই করেন। গ্রেপ্তার স্বপ্নের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচ, সাকিবের বিরুদ্ধে তিন, নিনজা ও অন্তুর বিরুদ্ধে দুই এবং স্বাধীনের বিরুদ্ধে এক মামলা রয়েছে।     


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *