ডিসেম্বর ১৪, ২০২৪

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিক্যাল বোর্ড গঠন


ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কয়েকদিন ধরেই অসুস্থ। অবস্থার তেমন কোন উন্নতি না হওয়ায় রোববার দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়ে বোর্ড গঠন করা হয়।

মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.) বলেন, রোববার বেলা ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে বোর্ডের মিটিং করা হয়। বিশেষজ্ঞরা ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা দেন। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞরা রয়েছেন। 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ রোববার দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে যান। তিনি চিকিৎসার খোঁজখবর নেন এবং পরামর্শ দেন। মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *