ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মাদক মামলায় কারাগারে
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালতে হাজির করা হলে নাফিজের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ দিন আদালতে হাজির করে নাফিজকে রাজধানীর ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শামীম হোসেন। অন্যদিকে, আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তার বাসা থেকে অবৈধ বিদেশি মদ, বিয়ার, মাদক গ্রহণের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপ-পরিদর্শক রিয়াদ আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।