ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া নাফিজ কারাগারে


নাফিজ মোহাম্মদ আলম
ছবি: পুলিশের সৌজন্য

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম আজ সোমবার এ আদেশ দেন।

এর আগে ভাটারা থানা-পুলিশ নাফিজ মোহাম্মদ আলমকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে। অবশ্য আসামিপক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত নাফিজকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গতকাল রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, পর্নোগ্রাফির একটি মামলায় নাফিজ মোহাম্মদ আলম নামের একজনকে তাঁর বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশির সময়ে তাঁর বাসায় বিদেশি মদ পাওয়া যায়।

এ ঘটনায় নাফিজ মোহাম্মাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ভাটারা থানা-পুলিশ। মামলায় বিভিন্ন ব্র্যান্ডের ২৬ বোতল বিদেশি মদ, ৩২টি কোলার ক্যান জব্দ করা হয়েছে।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের “ডেথ স্কোয়াডের”ভেতরের কথা’ তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছিলেন নাফিজ মোহাম্মদ আলম। গতকাল তাঁকে তাঁর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ভাটারা থানার পুলিশ তুলে নিয়ে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *