অনুশীলনে ভিতিনিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন মেসি!
আগামীকাল রাতে লিগ ওয়ানের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ম্যাচটিকে সামনে রেখে আজ অনুশীলনে নেমেছে ক্লাবটি।এরই মাঝে ঘটে গেলো এক দুর্ঘটনা। পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন মেসি।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে’কিপে’ জানিয়েছে, অনুশীলন চলাকালীন মেসিকে বাজেভাবে ট্যাকল করে বসেন ভিতিনিয়া। প্রথমবার করার পর আর্জেন্টাইন তারকা সতর্ক করে তাকে। তারপরও দ্বিতীয়বার একই কাজ করে বসে পর্তুগিজ মিডফিল্ডার। তাতেই ক্ষেপে যান মেসি। এতে দলে অস্থিরতার সৃষ্টি হয়।
এদিকে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। তবে মেসি ও এমবাপ্পে এসেছেন অনুশীলনে। মার্শেইয়ের বিপক্ষে আশা করা যায় দুইজনই থাকবেন শুরুর একাদশে। তবে ভিতিনিয়ার সঙ্গে এমন সমস্যা হওয়ার কোনো প্রভাব কি মাঠে পড়বে? সেটি সম্পর্কে নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না।