৭ অক্টোবর হামলার প্রয়োজন ছিল, রয়েছে কিছু ভুলত্রুটি: হামাস
ইসরায়েলের আশকেলন এলাকায় হামাসের রকেট হামলার পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। ৭ অক্টোবর ২০২৩ছবি: এএফপি
ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর ‘প্রয়োজন’ ছিল বলে মনে করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে সংগঠনটির পক্ষ থেকে এ-ও বলা হয়েছে, গত ৭ অক্টোবরের ওই হামলায় ‘কিছু ভুলত্রুটি’ হয়েছে। তবে হামলায় শুধু ইসরায়েলি সেনা ও সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি সংগঠনটির। হামাসের পক্ষ থেকে গতকাল রোববার প্রকাশ করা এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ১৬ পাতার এ প্রতিবেদনের শিরোনাম ‘আওয়ার ন্যারেটিভ’ বা ‘আমাদের বয়ান’। প্রায় সাড়ে তিন মাস আগে চালানো ওই হামলার ব্যাপারে এই প্রথম লিখিত আকারে কিছু প্রকাশ করল হামাস। প্রতিবেদনটিতে ‘আল-আকসা ফ্লাড’ নামে আকস্মিক ওই হামলার প্রেক্ষাপট ও গতি–প্রকৃতি তুলে ধরা হয়েছে। এতে হামাস নিজেদের ‘অবস্থান পরিষ্কার’ করেছে।
প্রতিবেদনে হামাস বলেছে, ‘এটি (হামলা) ছিল প্রয়োজনীয় একটি পদক্ষেপ এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সব ষড়যন্ত্র মোকাবিলায় স্বাভাবিক এক প্রতিক্রিয়া। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী, হামাসের ওই হামলায় ১ হাজার ১৩৯ জনের প্রাণ গেছে। তাঁদের বেশির ভাগই বেসামরিক মানুষ। হামাসের হাতে জিম্মি হন ২৪০ জন। হামাসের হামলার জবাবে একই দিন ফিলিস্তিনের গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় তিন মাস হতে চলল, এখনো নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এরই মধ্যে গাজায় ২৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। বাস্তুচ্যুত হয়েছেন ১৯ লাখের বেশি মানুষ।
গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। সে সময় প্রায় ১০০ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারগুলোয় আগে থেকে আটক কয়েক শ ফিলিস্তিনি মুক্তি পান। ইসরায়েলের অভিযোগ, ৭ অক্টোবরের হামলার সময় ‘যুদ্ধাপরাধ’ করেছেন হামাস সদস্যরা। তাঁরা নির্যাতন, ধর্ষণ ও অঙ্গহানি করেছে। তবে হামাসের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে গাজায় চলমান হামলা এবং প্রাণহানির ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি চলছে।
‘হয়তো কিছু ভুল হয়েছে’
হামাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালানো হবে। আটক করা হবে ইসরায়েলি সেনাদের। ৭ অক্টোবরের হামলা নিয়ে এটাই ছিল পরিকল্পনা। সংগঠনটি মনে করেছিল, এর মধ্য দিয়ে চাপে পড়বে ইসরায়েল। আর এই সুযোগে দেশটির কারাগারে আটক থাকা হাজারো ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করে আনা যাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাসের কাসেম বিগ্রেডের সদস্যরা হামলার সময় বেসামরিক মানুষজনের ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন। মূলত ধর্মীয় ও নীতিগত প্রতিশ্রুতি অনুযায়ী এই অবস্থান নিয়েছিলেন তাঁরা।