২.৫% প্রনোদনার সাথে নতুন করে ২.৫% সংযোজন করে সরাকারী সিদ্ধেন্তর খরবটি সঠিক নয়।
রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংকগুলিকে ২.৫% বাড়িয়ে ৫% প্রনোদনা প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সাথে ব্যাংকগুলিকে ঐ ২.৫% প্রদানকৃত প্রণোদনা বিবিধ খরচ অথবা ব্যাংকের খরচ হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে। সরাকারের এই অনুরোধ কোন ব্যাংক এখনো পর্যন্ত বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহন করেনি। কেননা রেমিটেন্সের বিপরীতে সরকারের অনুরোধকৃত নতুন ২.৫% প্রণোদনা মাস শেষে বিপুল অঙ্কের টাকা ব্যাংকের খরচ হিসেবে দেখানোর কোন খাত নেই। যে কারনে কোন ব্যাংক সরকারের এই অনুরোধ রক্ষা করতে পারবে বলে আশা করা যায় না।
এব্যাপারে ইতালিতে বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলির কর্তাব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে তারা এখন পর্যন্ত এমন কোন নির্দেশনা পায়নি। তারা জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবরটি প্রচারিত হয়েছে তা অতিরঞ্জিত সঠিক তথ্যসম্বলিত নয়।