২৮ মে শুরু হতে যাচ্ছে “MUNDIALIDO” মিনি বিশ্বকাপ ইতালী
২৮ মে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইতালিতে বসবাতরত বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে গঠিত ফুটবল দলের সমন্বয়ে অনুষ্ঠিত মিনি বিশ্বকাপ বা মুন্দিয়ালিদো (MUNDIALIDO)।
দীর্ঘদিনের ধারাবাহিকতায় এবছরও অংশগ্রহন করতে যাচ্ছে বাংলাদেশ যুবক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে বাংলাদেশ দল। দক্ষিন এশিয়ার একমাত্র বাংলাদেশসহ এতে অংশগ্রহন করবে বিশ্বের ২৪টি দেশ।
বাংলাদেশ যুবক্রীড়া সংস্থার পক্ষে গত ৯মে, মঙ্গলবার ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানকে দলের জার্সি উপহার দেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ রব মিন্টু ও সভাপতি বায়েজিদ আলি।
এসময়ে এক সংক্ষিপ্ত আলোচনায় জনাব শামীম আহসান বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থাকে সহযোগীতা ও সাথে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন একটি সুষ্ঠ সমাজ গঠনে ক্রীড়াচর্চার কোন বিকল্প নেই, আমি আশা করি মুন্দিয়ালিদো (MUNDIALIDO) তে অংশগ্রহনের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশী খেলোয়াররা দেশের মুখ উজ্জল করবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন দূতালয় প্রধান জনাব জসিম উদ্দিন, রাজনৈতিক সচিব আসিফ আনাম সিদ্দিকী ও ব্রাহ্মনবাড়িয়া সমিতির প্রধান উপদেষ্টা জনাব নজরুল ইসলাম বাবু ।
আগামী ২৪মে লটারীর মাধ্যমে গ্রুপ পর্যায়ে দলের অবস্থান ও খেলার তারিখ ঘোষনা হবে।