২৮ মে ইতালিতে শুরু হতে যাচ্ছে মিনি বিশ্বকাপ মুন্দিয়ালিদো “MUNDIALIDO”
ইতালিতে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি বিশ্বকাপ খ্যাত “MUNDIALIDO”। এবারের আয়োজনে বিশ্বের মোট ২৪টি দেশ অংশগ্রহণ করবে। এবারের দীর্ঘদিনের ধারাবাহিকতায় এবছরও খেলায় বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা ইতালির তত্বাবধানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে। আজ আনুষ্ঠানিকভাবে খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে দল বন্টন করা হয়। দল বন্টন উপলক্ষ্যে আজ সকালে ক্লাব ইতালিয়ার প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা ইতালির প্রধান উপদেষ্টা এম.এ.রব মিন্টু, সভাপতি বায়োজিদ আলী, সাধারণ সম্পাদক আজাদ জাবেদ ও ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপন।