সত্যদ্রোহী দায়িত্ববাদী
এম এ ছালেহ
আমি দেশান্তরী পরদেশী পরবাসি
টাকার মাঝে জীবন গড়ি শোষণে খুনি
নাচে গানে দলে দলে ভোজ বিলাসী।
চ্যাংগার টিলার হৃদে ক্লান্ত করে ভুঁড়ি
পেটুক ভুঁড়ি বনে বসে অন্ন ভোজি ।
দীনহীন ঘরে ঋণ সংকটে রয় যে সবি
পর দেশে পর কাজে আপন ভুলি
ভুলে যায় সেই যে ছিল আমার দরদী।
হীন গরীব গত হলো মা বাপ মাসী
একে একে হেরে গেল আপন পড়শী।
অন্ন বস্ত্র অনাহারে রইল যারা দেশী
তাদের ভুলে বিলাসিতা করি বেশী।
শরাব হলো পানি, জীবন আমার সুখী।
নেশায় ভূত ভুলে যায় তাদের স্মৃতি
শ্রমের দান ক্যাসিনোতে খালি থলি।
নিঃস্বের মানবী দ্বারে দ্বারে মোর রুজি
নেশায় ভুলে কি যে করি বাসায় ঋণি।
অর্থের ধ্যানে কত ছলনা হে প্রবাসী
এদিক ওদিক ঘুরা ঘুরি শুধু কুচুরি
দিনের শেষে বুঝি আমার শুণ্যে ঘানি।
অজ্ঞ লোকের নীতি থাকে চোখে বেশী
মাফ কাটি হীন কথা বলে যায় মূল্যহীন
কথায় কথায় মিথ্যা বলে ধান্দার প্রীতি
ফুর্তি টুর্তি কত নামী দন্দে লড়ে জিতি
দাবার চালে বন্দি হলে অবাক থাকি
অজ্ঞ দীন যেন ফেনা হাওয়ায় ঘুরি
তাদের কুলে পরে শুধু থ্যাত থ্যাত করি।
যবে দেখি শত শাহী নিরান্নের অন্ন দানী
খানকায় আসে লাল সবুজের নামী সূফী
কবি আসাদ খুঁজে বেড়াই সত্য ব্রতী
সত্য সেথায় কর্মে দেখ মিথ্যাবাদী।
মুখে সত্য বইয়ের কথ্য অব্যস্ত কহি
সভায় সভায় সত্য কথা নিত্য বলি
আড়ালে যে স্বার্থের কথা শিষ্য শিখি
প্রকৃত সত্য মানস পটে পায়নি মরি ।
ভুঁড়িভোজের ভুঁড়িবর্ধন করে শতজন
ভোগের লাগি তুফান মুখী যে আস্ফালন।
স্বার্থের নীতি কইলে কয়-রে আছে খৈ
কাকের মুখে অন্ন দানে কাকরা সই সই।
অজ্ঞের পাল্লায় থাকি ভূরি ভূরি সূধী
বেলা শেষে দু হাত খালি সাধু বীর
নিত্য দেখি ঝগড়াঝাঁটি দূরে সূধী
সত্যদ্রোহী অজ্ঞের পাল্লায় দায়িত্ববাদী শান্তির মহা সংকটে সকলেই ত্রাহি ত্রাহি।