শাস্তি হতে যাচ্ছে কি লিভারপুল খেলোয়াড়কে ‘কনুই মারা’ রেফারির
গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল–আর্সেনাল ম্যাচের ঘটনা। শ্বাসরুদ্ধকর ম্যাচের প্রথমার্ধের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে অভাবনীয় ঘটনাটি ঘটে। লিভারপুল খেলোয়াড় অ্যান্ডি রবার্টসন অভিযোগ করেন ম্যাচের সহকারী রেফারি কনস্টানটাইন হাজিদাকিস তাঁকে কনুই দিয়ে আঘাত করেছেন।
মূল ঘটনাটি হচ্ছে, একটা বিষয় নিয়ে তর্কের এক পর্যায়ে তাঁর হাত ধরেছিলেন রবার্টসন। সেটি ছাড়াতেই কনুই চালিয়ে দেন হাজিদাকিস। রবার্টসন সঙ্গে সঙ্গেই রেফারির কাছে অভিযোগ করেন এ নিয়ে। এ সময় লিভারপুল দলে তাঁর সতীর্থেরাও রেফারির সঙ্গে বচসায় জড়ান। তবে এ ঘটনায় হলুদ কার্ড দেখতে হয়েছে রবার্টসনকে।
লাইনসম্যান হাজিকাদিসকে কিন্তু ঠিকই তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। এএফপি জানিয়েছে, তাঁকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এফএর অধীনে সব ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রিমিয়ার লিগের রেফারি কমিটি বলেছে, ‘প্রিমিয়ার লিগের রেফারি কমিটি হাজিকাদিসকে এফএর তদন্তের সময় সব ম্যাচ থেকে প্রত্যাহার করে নিচ্ছে। আর্সেনাল–লিভারপুল ম্যাচে অ্যান্ডি রবার্টসনের সঙ্গে সংঘটিত একটি ঘটনায় হাজিকাদিসের বিরুদ্ধে তদন্ত হচ্ছে।’
কাল ম্যাচের সময়ই রবার্টসনের দিকে কনুই চালানোর বিষয়টি টেলিভিশন সম্প্রচারে উঠে এসেছে। ঘটনায় দোষী প্রমাণিত হলে হাজিকাদিসের ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে। এ ব্যাপারে রেফারি কমিটির সাবেক প্রধান কেইথ হ্যাকেট বিবিসি রেডিওকে বলেছেন, ‘হাজিকাদিস যদি এ ঘটনায় দোষীয় প্রমাণিত হন, তাহলে তাঁর রেফারিং ক্যারিয়ার সমস্যায় পড়তে পারে।’
রবার্টসনের দিকে হাজিকাদিসের কনুই চালানোর বিষয়টি উল্লেখ করে হ্যাকেট বলেন, ‘আমাদের বের করতে হবে তিনি কেন কনুই চালালেন! তিনি কি কোনো কারণে ভীত ছিলেন? আমার মনে হয়, কনুই চালানোটা তাঁর উচিত হয়নি। কারণ, তাঁর নিরাপত্তাব্যবস্থার কোনো কমতি ছিল না। তিনি এমনভাবে প্রতিক্রিয়া জানিয়েছে্ন, যেটা তাঁর করা উচিত হয়নি। এখানে রেফারির কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে খোদ রেফারিকে নিয়ে। যদি এই ঘটনায় তাঁর শাস্তি হয়, তাহলে পরিষ্কারভাবে এটি রেফারি হিসেবে তাঁর ব্যক্তিত্বের ওপর আঘাত।’