রোমে শ্রমীক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমীক দল ইতালি শাখার উদ্যোগে রোমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।সংগঠনের সভাপতি জনাব নুরুল আবছারের সভাপতিত্বে ও ইতালি বিএনপির সদস্য জনাব আমির হোসেন মোল্লার পরিচালনায় ৭ই নভেম্বরের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির প্রধান উপদেষ্টা জনাব লকিয়ত উল্লা বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন , বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপির সিনিয়র সহসভাপতি আনিমুর রহমান সালাম, ইতালি বিএনপির সহ সভাপতি সাজ্জাদুল কবির, প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপির ১নং সদস্য মোহাম্মদ সেলিম, বিশেষ বক্তা ছিলেন যুবদল ইতালি শাখার সভাপতি মাহমুদুল হাসান, এছাড়াও শ্রমীক দল ইতালি শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইতালি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল নেতা মোজাম্মেল হোসেন জীবন। আলোচনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের উপর বাংলাদেশেল প্রেক্ষাপটে ৭ই নভেম্বরের গুরুত্ব তুলে ধরে বিষদ আলোচনা করেন। সভায় নেতৃবৃন্দ বলেন বর্তমানে অবৈধ হাসিনা সরকার দেশকে সন্ত্রাস আর দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছে। একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমেই এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে দেশকে ও দেশের নিপীড়িত মানুষকে উদ্ধার করা সম্ভব।নেতৃবৃন্দ বাংলাদেশের আপমর সর্বসাধারণকে তত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলন সংগ্রামে দুর্বারগতিতে ঝাপিয়ে পরার আহ্বান জানান।