রোমে মেয়র আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা


সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির উদ্যোগে মেয়র আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির উদ্যোগে মেয়র আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মঞ্জুর মালিক: সিলেটের জননন্দিত মেয়র, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আরিফুল হক চৌধুরীর ইতালি আগমন উপলক্ষে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি মোহাম্মদ গাউসুজ্জামান গেন্দু শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক।

এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম এবং প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।এ সময় সংবর্ধিত অতিথি আরিফুল হক চৌধুরী বলেন, দেশের প্রবাসে জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ হয়ে শ্রম ও মেধা দিয়ে জনগনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সিনিয়র সহ-সভাপতি আরমান উদ্দিন স্বপন ও এক নং সদস্য সাব্বির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও ইতালি বিএনপির নেতাকর্মী এবং রোম মহানগর বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি ও সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ।ইফতার পূর্বে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং খালেদা জিয়ার ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *