রোমে মাদানী স্কুলের অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ


ইতালির রোমে বেড়ে উঠা নতুন প্রজন্মদের পড়ালেখার পাশাপাশি ধর্মীয় শিক্ষা নিয়ে মানুষের মত মানুষ হতে হবে। হতে হবে একজন আদর্শবাদ ছাত্র। ইউরোপের মধ্যে ভাল ফলাফল করে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে হবে।রোমে মাদানী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক অভিভাবক সমাবেশ ও বাৎসরিক প্রোগ্রাম এবং ক্যামব্রিজ কর্তৃক IGCSE পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়।মাদানী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আশফাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদানী স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন মোঃ ইকরাম ফরাজী। এ সময় বক্তব্য রাখেন ক্যামব্রিজ পরিক্ষক সুসান,ট্রাষ্ট বাংকের সিইও হুমায়রা আজম, কলেজের পরিচালক জাহাঙ্গীর ফরাজী, ডাঃআনোয়ার ফরাজী,ভাইস প্রিন্সিপাল- Rekha shundil রেখা সুন্দীল,এডমিন Krishanti Gunaratna ।

এ বছর থেকে মাদানী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে AS লেবেল কলেজ এর কার্যক্রম শুরু । এ সময় প্রথমবারের মতো মাদানী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একজন ছাত্র কোরআন হেফজ সম্পন্ন করায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়। হাফেজকে পাগড়ি পরিয়ে দেন শিক্ষক মন্ডলী। উল্লেখ ২০১৪ সাল থেকে মাদানী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কার্যক্রম শুরু হয়।মাদানী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ক্যামব্রিজ কারিকুলাম সিলেবাসে পড়ানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *