রুডি গার্সিয়াকে রোনালদোর বার্তা, ‘আপনার সঙ্গে কাজ করাটা আনন্দের’


আল নাসরের সদ্য বিদায়ী কোচ গার্সিয়াকে শুভকামনা জানিয়েছেন রোনালদোছবি : টুইটার

রোনালদো আল–নাসরে যোগ দেওয়ার কিছুদিন পর সৌদি আরবের ক্লাবটির কোচ রুডি গার্সিয়া বলেছিলেন, লিওনেল মেসিকেই নাকি তিনি দলে টানতে চেয়েছিলেন!

গার্সিয়াকে কি এ মন্তব্যের মূল্য চুকাতে হলো? ফরাসি এই কোচ গতকাল আল–নাসর থেকে বরখাস্ত হওয়ার পর ফুটবল বিশ্বে এমন একটা আলোচনা চলছে।

রোনালদোর অবশ্য এসব কথায় কান দেওয়ার কথা নয়। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার বরং গার্সিয়ার বিদায়ে তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন।

আল–নাসর গার্সিয়াকে বরখাস্ত করার পর তাঁকে উদ্দেশ করে বার্তা দেওয়ার জন্য ইনস্টাগ্রাম বেছে নিয়েছেন রোনালদো। গার্সিয়ার সঙ্গে মাঠে হাত মেলানোর একটি ছবি দিয়ে সেখানে তিনি লিখেছেন, ‘আপনার সঙ্গে কাজ করাটা আনন্দের। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’

রুডি গার্সিয়াকে আল নাসরের ডাগআউটে আর দেখা যাবে না

রুডি গার্সিয়াকে আল নাসরের ডাগআউটে আর দেখা যাবে নাছবি : টুইটার

সৌদি প্রো-লিগের সর্বশেষ ম্যাচে পয়েন্ট তালিকার ১১তম স্থানে থাকা আল–ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করার পর কোচ গার্সিয়াকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রোনালদো। আল–ফেইহার সঙ্গে আল–নাসর ম্যাচটি ড্র করেছিল রোববার। এর দুই দিন পর গার্সিয়াকে বরখাস্তের ঘোষণা দেয় আল–নাসর।

কোচ ছাঁটাইয়ে ঘোষণায় সৌদি আরবের ক্লাবটি বিবৃতিতে লিখেছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আল–নাসর প্রধান কোচ রুডি গার্সিয়ার সরে যাওয়ার খবর নিশ্চিত করছে। বোর্ড ও আল–নাসরের সবাই রুডি ও তাঁর স্টাফদের শেষ আট মাসের কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে।’

সম্প্রতি গার্সিয়ার বিকল্প হিসেবে এএস রোমার পর্তুগিজ কোচ জোসে মরিনিওর কোচ হয়ে আসার কথা শোনা যাচ্ছিল। কিন্তু মরিনিওকে নয়, আল–নাসর তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাবের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে থাকা দিনকো জেলিচিচকে। সুত্রঃ প্রথম আলো


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *