মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বে বাংলাদেশ
শ্বাসরুদ্ধকর ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বের টিকিট পেল বাংলাদেশ। দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ জয় লাভ করে। ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।
খেলার ১১তম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন রাকিব। ২৮তম মিনিটে মোহাম্মদ হৃদয়ের পাস ক্লিয়ার করতে হেড করেন আহমেদ নুমান। বল চলে যায় রাকিবের পায়ে। তিনি গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ মিস করেন। ৩৬তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করে মালদ্বীপকে সমতায় ফেরান ইব্রাহিম আইসাম। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহিমের করা গোলে ২-১ এগিয়ে যায় বাংলাদেশ। এরপর শত চেষ্টা করেও গোল করতে পারেনি মালদ্বীপ।