মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ১৬ ফেব্রুয়ারি জার্মান যাচ্ছে ইতালি আওয়ামীলীগ নেতৃবৃন্দ


টানা চতুর্থবারের মত প্রাধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত আগামী ১৬ফ্রেব্রুয়ারি জার্মানির মিউনিখে আসছেন আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় নেত্রীকে স্বাগত জানাতে আগামী ১৬ফ্রেরুয়ারি শুক্রবার জার্মানির মিউনিখ যাচ্ছেন ইতালি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

বিশিষ্ট ব্যবসায়ি ও রাজনৈতিক ব্যক্তিত্ব, এনআরবি ব্যাংকের পরিচালক ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জনাব নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান সিদ্দিকীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ সহ সভাপতি বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব আব্দুর উফ ফকির, আফতাব বেপারী, মাইনুদ্দিন লিটন হাজারি, আলি আজম, কবির হোসেন, ইতালি আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম এ রব মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার বেপারী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, এ আর আহাম্মেদ তপু, সাংগঠ‌নিক সম্পাদক না‌জিম উ‌দ্দিন চৌধুরী, বিশিষ্ট শ্রমীক নেতা ইলিয়াস মোল্লা, ইতালি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজিদ আলি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

সভায় নেতৃবৃন্দ বর্তমানে ইতালি আওয়ামী লীগের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি সহ নেতৃবৃন্দের অসাংগঠনিক স্বেচ্চাচারিতামূলক কর্মকান্ড ইতালি আওয়ামী লীগকে প্রবাসীদের মাঝে বিতর্কিত ও বিভাজিত করেছে বলে অভিমত ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন সিরাসরি সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়কে উল্লেখ করে বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি সার্বজনিন সম্মেলনের মাধ্যমে আমরা যে নেতৃত্ব নির্বাচিত করেছিলাম অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেটা আমাদের ভুল ছিল, যদিও উপস্থিত নেতৃবৃন্দ বলেন আজকে আমরা এখনে উপস্থিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জার্মান আগমন উপলক্ষে আলোচনা করতে, তবে সাথে সাথে সকলকে অবহিত করতে চাই আগামীতে ইতালি আওয়ামী লীগের উল্লেখিত কয়েকজন নেতৃবৃন্দের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিস্তর আলোচনা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *