ভৈরব পরিষদ ভেনিস আহবায়ক কমিটির উদ্যোগে ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ভৈরব পরিষদ ভেনিসের আহবায়ক কমিটি উদ্যোগে চড়ুইভাতি ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
ভৈরব পরিষদ ভেনিসের আহবায়ক জাহিদ সুজনের তত্ত্বাবধানে এবং সদস্য সচিব মিয়া মোঃ রাশেদের পরিচালনায় পার্কো হায়েস এ ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় নবীন ও প্রবীনের অপরূপ সমন্বয়ে।মিলন মেলায় উপস্থিত ভৈরব পরিষদ ভেনিসের প্রতিষ্টাতা উপদেষ্টা মন্ডলী, প্রতিষ্ঠাতা সদস্য ও নবীন সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো।রবিবার ১০ সেপ্টেম্বর দুপুর ১২:৩০ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি চলে অনুষ্ঠান।চড়ুইভাতি ও পারিবারিক মিলন মেলায় দেশীয় সাজে ফুটে ওঠে বাংগালী ঐতিহ্য বাহারি সাজে নারী পুরুষ ও শিশুরা ফিরে যায় দেশীয় সংস্কৃতিতে। সে সময় বালিস খেলা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়। এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দগন।উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা কাজী আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, উমর আলী মিয়া, মুজাহিদ মিয়া, মাসুম মিয়া সহ সংগঠনের সদস্য সেলিম জাভেদ, রতন মিয়া, সেলিম হোসেন, হারুন অর রশিদ, কাজী রোনাক, আবুল বাশার, জয়নাল আবেদীন, আলম মিয়া, হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম সাদ্দাম সহ নবীন সদস্য আলামিন মিয়া ও আরিফ মিয়া আফজাল আলি প্রমূখ।অনুষ্ঠানে শিশু, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা প্রতিযোগীতামূলক খেলা পরিচালনা করেন সংগঠনের সদস্য সানি হক।