ব্যারিকেড ভেঙে আরামবাগ-নটর ডেম কলেজ সড়কে জামায়াতের নেতা-কর্মীরা


পুলিশের ব্যারিকেড সরিয়ে ফেলছেন জামায়াতের নেতা-কর্মীরা

পুলিশের ব্যারিকেড সরিয়ে ফেলছেন জামায়াতের নেতা-কর্মীরাছবি: তানভীর আহাম্মেদ

পুলিশি ব্যারিকেড ভেঙে রাজধানীর আরামবাগ মোড় থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এলাকার সড়কে অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা পৌনে একটার দিকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আরামবাগ মোড়ের পুলিশি ব্যারিকেড ভাঙেন। ব্যারিকেড ভাঙার পর আরামবাগ মোড়ে আগে থেকে জড়ো হওয়া জামায়াতের নেতা-কর্মীরা নটর ডেম কলেজের দিকে এগিয়ে যান।

পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছেন জামায়াতের নেতা-কর্মীরা

পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছেন জামায়াতের নেতা-কর্মীরাছবি: তানভীর আহাম্মেদ

ব্যারিকেড ভাঙার সময় জামায়াতের নেতা-কর্মীদের বাধা দেয়নি পুলিশ। বরং একপর্যায়ে পুলিশ সরে দাঁড়ায়।তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে আরামবাগ-নটর ডেম কলেজ এলাকায় আজ মহাসমাবেশ করার বিষয়ে আগেই ঘোষণা দেয় জামায়াত। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা কয়েক দিন ধরে বলেন, জামায়াতকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তাই জামায়াতকে ঢাকায় মহাসমাবেশ করতে দেবে না পুলিশ। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান আজ সকাল ১০টায় আরামবাগ এলাকায় এসে বলেন, জামায়াত মহাসমাবেশ করার চেষ্টা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

ব্যারিকেড ভাঙার সময় জামায়াতের নেতা-কর্মীদের বাধা দেয়নি পুলিশ

ব্যারিকেড ভাঙার সময় জামায়াতের নেতা-কর্মীদের বাধা দেয়নি পুলিশছবি: তানভীর আহাম্মেদ

জামায়াত-ঘোষিত কর্মসূচি সামনে রেখে আজ সকালে আরামবাগ মোড়ে একটি ব্যারিকেড দেয় পুলিশ। আরেকটি ব্যারিকেড দেওয়া হয় মতিঝিলের শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজের দিকে যাওয়ার পথে। পুলিশি ব্যারিকেডের কারণে আরামবাগ-নটর ডেম কলেজ এলাকার সড়কে যানবাহনসহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।ঘোষণা অনুযায়ী, আজ সকাল থেকেই আরামবাগ মোড় এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে জামায়াতের নেতা-কর্মীদের সংখ্যা বাড়তে থাকে। বেলা ১১টার দিকে আরামবাগ মোড়ে জামায়াতের নেতা-কর্মীদের বড় জমায়েত দেখা যায়। তাঁরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তবে তখন পুলিশি ব্যারিকেডের কারণে জামায়াতের নেতা-কর্মীরা আরামবাগ মোড় পার হতে পারছিলেন না। বেলা সাড়ে ১১টার দিকে আরামবাগ মোড়ে চারটি মিনিট্রাক আসে। ট্রাকগুলোতে ছিলেন জামায়াতের নেতা-কর্মীরা। তাঁরা বলছিলেন, এখানেই তাঁরা সমাবেশ করবেন। মিনিট্রাক হবে সমাবেশের অস্থায়ী মঞ্চ।

আরামবাগ মোড় থেকে নটর ডেম কলেজের দিকে যাচ্ছেন জামায়াতের নেতা-কর্মীরা

আরামবাগ মোড় থেকে নটর ডেম কলেজের দিকে যাচ্ছেন জামায়াতের নেতা-কর্মীরাছবি: তানভীর আহাম্মেদ

দুপুর ১২টার দিকে দেখা যায়, ট্রাকে থাকা জামায়াতের নেতা-কর্মীরা বেশ কয়েকটি মাইক প্রস্তুত করছেন। কিছু মাইক গাছ ও বৈদ্যুতিক খাম্বায় ঝুলান তাঁরা। জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অবস্থান একপর্যায়ে আরামবাগ মোড় থেকে কমলাপুর মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।

আরামবাগ মোড় থেকে নটর ডেম কলেজ এলাকার সড়কে জামায়াতের নেতা-কর্মীরা

আরামবাগ মোড় থেকে নটর ডেম কলেজ এলাকার সড়কে জামায়াতের নেতা-কর্মীরাছবি: তানভীর আহাম্মেদ

আরামবাগসহ আশপাশের বিভিন্ন এলাকার অলিগলিতেও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। বেলা পৌনে একটার দিকে আরামবাগ মোড়ের পুলিশি ব্যারিকেড ভাঙেন জামায়াতের নেতা-কর্মীরা। পরে আরামবাগ মোড় থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এলাকার সড়কে তাঁরা অবস্থান নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *