বাংলাদেশ কোনো তারকা তৈরি করতে পারেনি: অশ্বিন


এশিয়া কাপের দলে জায়গা হয়নি ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের ফেসবুক, টুইটার বা ইউটিউবে নিয়মিত হাজির হন এই ভারতীয় স্পিনার।

সবশেষ নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে কথা বলেন। কথার ফাঁকে অশ্বিন জানালেন, বাংলাদেশ দল দারুণ সম্ভাবনাময় হলেও এখানে আজ পর্যন্ত বড় কোন তারকা খেলোয়াড় তৈরি হয়নি। তবে সাকিব আল হাসান যে ব্যতিক্রম সেটা জানিয়েছেন তিনি। 

বাংলাদেশ নিয়ে অশ্বিন বলেন, ‘বাংলাদেশ সব সময় দুর্দান্ত সম্ভাবনা নিয়ে আসে। তারা আমাকে ১৯৯০ সালের ভারতের কথা মনে করিয়ে দেয়। যে দলের অসাধারণ সম্ভাবনা, বিশাল আশা, দারুণ আগামী। কিন্তু বাংলাদেশের চেয়ে আফগানিস্তান দ্রুত এগিয়েছে। কোন এক কারণে সেরকম তারকা বোলার বা তারকা ব্যাটার তারা তৈরি করতে পারেনি। তবে তারকা অলরাউন্ডার আছে সাকিব আল হাসান। সে ব্যাটে-বলে এখনো অবদান রেখে চলেছে। অধিনায়ক হিসেবে সে ফিরল।’তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়ের প্রশংসা করেছেন অশ্বিন। তিনি আরও বলেন, ‘আমি তাওহীদ হৃদয়ের কথা বলবো। সে ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। ৪৮.২৫ গড়ে ব্যাটিং করেছে। আসন্ন এশিয়া কাপ তার খুব বড় একটি পরীক্ষা হবে। সে যদি এশিয়া কাপে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে আমি মনে করি এই টুর্নামেন্ট শেষে একজন ব্যাটিং সুপারস্টার পেতে চলেছে।’

বাংলাদেশকে কন্ডিশন নির্ভর দল হিসেবেই দেখছেন অশ্বিন। তিনি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ একটি কন্ডিশন নির্ভর দল। তারা যখন মিরপুরে খেলে তখন তারা সম্পূর্ণ ভিন্ন রকম খেলে। যখন তারা বাইরে খেলতে যায় তখন তাদের ব্যাটিং এবং বোলিং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে কিনা সেটার দেখা লাগে। কোনো সময় তারা মানিয়ে নেয় আবার কোনো সময় তারা সেটা পারে না।’

সুত্রঃ ইত্তেফাক অনলাইন ডেস্ক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *