ফেনী জেলা সমিতি ইতালীর নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেনী জেলা সমিতি ইতালির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ এর আসন্ন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ইতালির রাজধানি রোমের তরপিনাত্ত্বারাস্থ রসই রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন প্রধান র্বিাচন কমিশনার আলাউদ্দিন শিমুল, যৌথভাবে সভা পরিচালনা করেন নির্বাচন কমিশন সচিব আবু জাফর ও নির্বাচন কমিশনার গোলাম মাওলা মিলন। মতবিনিময় সভায় আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ফেনী জেলা সমিতির নির্বিাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নির্বাচন কমিশনের পক্ষ হতে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ফেনী জেলার প্রতিনিধি নির্বাচন করা হবে বলে জানান নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমিশনার মাইনুদ্দিন ভূঁইয়া, মীর আব্দুল জলিল, আবুল কাশেম, জাকির হোসেন এবং আব্দুল কাদের। বিপুল সংখ্যক ফেনীবাসির উপস্থিতিতে আগামী ২৫ ফ্রেবুয়ারি অনুষ্ঠিতব্য ফেনী জেলা সমিতির নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা তাদের পরিচিতি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় ফেনী জেলার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাইনুদ্দিন লিটন হাজারী, মোহাম্মদ ইয়াসিন, ফরিদ আহমেদ ভূঁইয়াসহ সংগঠনের সাবেক সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক বেলাল ভূঁইয়া, সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন জিয়াসহ আরও অনেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রবাসের মাটিতে ফেনি জেলার ঐতিহ্য ধরে রাখতে সকল ফেনীবাসিকে ঐক্যবদ্ধ রাখতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই। যারাই নেতৃত্বে আসবে তাদের বেকারত্ব দূরিকরণ ও প্রবাসীদের বিভিন্ন সমস্যায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি নতুন কমিটি দলীয় প্রভাবমুক্ত রাখারও দাবী জানান নেতারা।
সমাপনী বক্তব্যে ফেনী জেলা সমিতির প্রধান নির্বাচন কমিশনার আলাউদ্দিন শিমুল ২৫তারিখের নির্বাচন অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য করতে সকলের সহযোগিতা কামনা করেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।