ডিসেম্বর ১৪, ২০২৪

নিজেদের সব মিগ–২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দিতে চায় পোল্যান্ড


পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে নিজেদের বহরের সবগুলো মিগ–২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দিয়ে দিতে প্রস্তুত রয়েছে তাঁর দেশ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ড সফর করছেন। গতকাল বুধবার রাজধানী ওয়ারশতে দুনেতা সংবাদ সম্মেলন করেন। এ সময় জেলেনস্কিকে পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেন দুদা। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার শুরুর পর থেকে কিয়েভের পাশে রয়েছে প্রতিবেশী পোল্যান্ড। যুদ্ধরত  ইউক্রেনকে সামরিক–মানবিক সহায়তা দিচ্ছে দেশটি। ইতিমধ্যে সোভিয়েত আমলে নির্মিত ১৪টি যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড।

গতকালের সংবাদ সম্মেলনে দুদা বলেন, ‘আমরা ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়েছি। ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে আরও যুদ্ধবিমান দিতে পোল্যান্ড প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আমরা আমাদের বহরের সবগুলো মিগ–২৯ যুদ্ধবিমান কিয়েভকে দিয়ে দিবো।’

তবে দুদা এটাও জানিয়ে দেন, ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে তাঁর দেশকে সবুজ সংকেত পেতে হবে। ন্যাটোর নিয়মনীতি মেনেই যুদ্ধবিমান দেওয়া হবে।

এর আগে দক্ষিণ কোরিয়ায় নির্মিত একেবারে নতুন এফএ–৫০ এবং যুক্তরাষ্ট্রে নির্মিত এফ–৩৫ যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। চলতি বছরের শেষ নাগাদ এফএ–৫০ যুদ্ধবিমান হাতে পাবে কিয়েভ। এফ–৩৫ যুদ্ধবিমান আগামী বছর পাবে ইউক্রেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *