দোয়া চেয়ে দেশ ছাড়লেন বিজয়
দলে ডাক পাওয়ার চার ঘণ্টা পার না হতেই দেশ ছাড়লেন ওপেনার এনামুল হক বিজয়। লিটন দাশের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তাকে। গত রোববার (২৭ আগস্ট) এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে জ্বরের কারণে সেদিন ফ্লাইট মিস করেন লিটন দাশ। কিন্তু জ্বর থেকে সুস্থ না হওয়ায় বিকল্প হিসেবে এনামুল বিজয়কেই শ্রীলঙ্কায় পাঠাচ্ছে (বিসিবি)।
বুধবার (৩০ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দুপুর ১টা নাগাদ দেখা যায় বিজয়কে। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। জেমি সিডন্সের আন্ডারে ছিলাম। ভালো প্রস্তুতি হয়েছে। বাকিটা দেখি, সুযোগ যদি আসে, চেষ্টা করব।’
দলে ফেরা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের প্রচুর ভালবাসা এবং দোয়া ছিলো এ কারণেই হয়তো আবারও বাংলাদেশ দলে ফিরেছি।’
এর আগে বিজয়কে দলে নেওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে, বিসিবির পর্যবেক্ষণেও ছিল। লিটন এশিয়া কাপে খেলতে পারছে না, তাই বিজয়কে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।’