সেপ্টেম্বর ৯, ২০২৪

গাজার ভবিষ্যত নির্ধারণের অধিকার ইসরাইলের নেই: ফ্রান্স


গাজায় ইসরাইলের হামলা
গাজায় ইসরাইলের হামলা

গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং এটির ভবিষ্যত নির্ধারণের অধিকার ইসরাইলের নেই বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোন্না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের প্রকাশ্য উচ্ছেদের ঘোষণা দিয়েছেন ইসরাইলের দুই উগ্রপন্থি মন্ত্রী। তাদের ওই ঘোষণার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন ফরাসি মন্ত্রী। শুক্রবার সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি মন্ত্রী বলেন, ‘গাজার ভবিষ্যত নির্ধারণের অধিকার ইসরাইলের নেই, কারণ এটি ফিলিস্তিনিদের ভূখণ্ড। আমাদের আন্তর্জাতিক আইনের মূলনীতিতে ফিরে যেতে হবে এবং এই নীতিকে সম্মান জানাতে হবে।’

ক্যাথরিন কোলোন্না আরও বলেন, ‘ইসরাইলি মন্ত্রীদের এ ধরনের ঘোষণা ‘দায়িত্বহীন’ এবং এটি আমাদের ‘বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিচ্ছে।’ তাছাড়া এই ধরনের মন্তব্য ইসরাইলের দীর্ঘকালীন পরিকল্পনারও পরিপন্থি। ফরাসি মন্ত্রী বলেন, ‘গাজা ফিলিস্তিনের ভূখণ্ড। যেটি ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হতে চায়। আমরা দুই রাষ্ট্রনীতিকে সমর্থন জানাই। যেটি একমাত্র কার্যকর সমাধান। ভবিষ্যত ফিলিস্তিনি রাষ্ট্রে গাজা এবং পশ্চিম তীরকে অবশ্যই ফিলিস্তিনের অংশ হতে হবে। এছাড়া লেবাননসহ অন্যান্য অঞ্চলে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, গাজার বাসিন্দাদের আফ্রিকায় পাঠাতে গোপনে কাজ করছে ইসরাইল। এর অংশ হিসেবে কঙ্গোসহ কয়েকটি আফ্রিকান দেশের সঙ্গে আলোচনাও করেছে তেলআবিব।ইসরাইলের গোয়েন্দা মন্ত্রী সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, গাজায় এমন হামলা চালানো হচ্ছে; যেন এটি একটি ব্যর্থ অঞ্চলে পরিণত হয় এবং গাজার বাসিন্দারা বাধ্য হয়ে অন্যত্র চলে যান। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *