গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ১৪০: হামাস

গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলফাইল ছবি: রয়টার্স
সংঘাত শুরুর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা থামছেই না। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার ভোর হওয়ার আগপর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এএফপির খবরে হামাসের বরাত দিয়ে জানানো হয়েছে, রাতভর ইসরায়েলি হামলায় মারা গেছে ১৪০ জন। গাজার চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র আল-জাজিরাকে জানিয়েছে হামলায় নারী-শিশুসহ অন্তত ১১০ জন নিহত হয়েছে। জানা গেছে, রাতে হামলা হয়েছে গাজার উত্তরাঞ্চলের আল-শাতি ও জাবালিয়ার আল-বালাদ শরণার্থীশিবিরে।
এ ছাড়া গাজার মধ্যাঞ্চলের আল-বুরেইজ এবং দক্ষিণাঞ্চলের রাফাহ ও খান ইউনিস এলাকায় হামলার ঘটনা ঘটেছে।ফিলিস্তিনের একটি সংবাদ সংস্থার খবর, রাফাহ এলাকায় ইসরায়েলি হামলায় ৩০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। আর খান ইউনিসে শিশুসহ ২৩ জন মারা গেছে। আহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে।