গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৪ জন নিহত


গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকা

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকাছবি: এএফপি ফাইল ছবি

গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের ১৪ সদস্য নিহত হয়েছেন। ওই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার একটি বাড়িতে গতকাল বুধবার রাতে এ হামলা হয়। গাজার অন্যান্য এলাকা থেকে বাস্তুচ্যুত মানুষেরা ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল সরকারের দেওয়া হিসাব অনুসারে, ওই হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগ সাধারণ নাগরিক। জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ওই হামলায় ২২ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *