ইসরায়েলের বন্দরে ড্রোন হামলা চালানোর দাবি হুতিদের


ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দখলে থাকা লোহিত সাগরপাড়ের হোদেইদাহ বন্দর

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দখলে থাকা লোহিত সাগরপাড়ের হোদেইদাহ বন্দরফাইল ছবি: রয়টার্স

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলের বন্দর শহর ইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কথা বলেছে হুতিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার একটি উপায় হিসেবে ইরান-সমর্থিত হুতিরা এই ধরনের হামলা বাড়িয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, তাঁরা ইসরায়েলের বন্দর শহর ইলাত এবং ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনের অন্যান্য এলাকায় ড্রোন হামলা চালিয়েছেন।

সামরিক মুখপাত্র ইয়াহিয়া আরও বলেন, হুতিদের দেওয়া তিনটি সতর্কতা সংকেত অগ্রাহ্য করার পর তারা লোহিত সাগরে এমএসসি ইউনাইটেডের একটি জাহাজ নিশানা করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। মালিকানা কোম্পানি এমএসসি মেডিটেরিয়ান নিশ্চিত করেছে যে এমএসসি ইউনাইটেড অষ্টম নামের জাহাজটি গতকাল হামলার শিকার হয়েছে। তবে জাহাজের ক্রুরা নিরাপদ আছেন। জাহাজটি সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচি যাচ্ছিল। শিপিং কোম্পানিটি আরও বলেছে, তারা হামলার ঘটনাটি পর্যালোচনা করছে। এ ছাড়া তারা লোহিত সাগরে থাকা মার্কিন নেতৃত্বাধীন নৌজোটকে ঘটনাটি জানিয়েছে।

হামলার বিষয়ে এমএসসি মেডিটেরিয়ানের কাছ থেকে বিবৃতি আসার কয়েক ঘণ্টা আগে সমুদ্রনিরাপত্তা নিয়ে কাজ করা যুক্তরাজ্যের একটি সংস্থা বলেছিল, ইয়েমেন উপকূলে একটি জাহাজে কিছু একটা ঘটার খবর তারা পেয়েছে। একাধিক ড্রোন দেখা গেছে। একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল যুক্তরাজ্যের এই সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ঘটনাটি ঘটেছে ইয়েমেনের হোদেইদাহ বন্দরের বাইরে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে। লোহিত সাগরে ব্যাপক উত্তেজনার মধ্যে গতকাল এই ঘটনাগুলো ঘটল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতিরা কয়েক সপ্তাহ ধরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করে আসছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *