ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
.
বর্তমান ইতালি আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠানের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ এপ্রিল, সোমবার সন্ধ্যায় রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওস্থ ইতালি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আফতাব বেপারীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মাঝি, আব্দুর রউফ ফকির, মাইনুদ্দিন লিটন হাজারী, আলী আযম, সরদার লুৎফর রহমান আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সিদ্দকী, আওয়ামী লীগ নেতা আবুল বাসার মীর মালত, ইতালি আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাদবর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজিদ আলী, বন ও পরিবেশ বিষযক সম্পাদক রাজিব রহমান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালি শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ বাবুল, সম্মানিত সদস্য নাসিম হোসাইন, কবির হোসেন, রিপন তপদার, আবু সাঈদ, দিন মোহাম্মদ, জুয়েল রহমান, কবির উদ্দিনসহ আরো অনেকে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় জোড়ালো ভাবে উল্লেখ করেন আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল বর্তমান ইতালি আওয়ামী লীগ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো কতিপয় অর্থলোভী ব্যক্তির অনিয়ম ও দুর্নীতির কারনে আমরা আমাদের প্রত্যাশিত কমিটি হতে বঞ্চিত হয়েছি।
স্বার্থের বিনিময়ে ইতালি আওয়ামী লীগে পদবানিজ্য চলতেছে। এছাড়াও ৯০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বাধ্যবাধকতা থাকা সত্বেও দীর্ঘ তিন বছর হতে চললেও অদৃশ্য কারনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা এমনকি কেন্দ্রের অনুমোদন পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি।
নেতৃবৃন্দ বলেন আমরা ইতালি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের জানিয়ে দিতে চাই আগামী নভেম্বরে (২০২৪) মেয়াদপুর্তির নির্ধারিত সময়ে সম্মেলনের লক্ষে কাজ করে যাচ্ছি। খুব শিঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কার্যক্রম বঙ্গবন্ধুর আদর্শের সকলকে অবহিত করা হবে।