ডিসেম্বর ১৪, ২০২৪

ইইউর শান্তি বৈঠকে যোগ দিচ্ছেন ইসরায়েল-ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীরা


ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজফাইল ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তি বৈঠকে আজ সোমবার যোগ দিচ্ছেন ফিলিস্তিন ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীরা। তাঁরা ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। চলমান গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সর্বাঙ্গীণ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে ইইউ। ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়মিত বৈঠকে আলাদাভাবে অংশ নেবেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। বৈঠকটি মূলত মধ্যপ্রাচ্য ইস্যুকে কেন্দ্র করে হবে। তবে বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও আসবে।

ইইউর শান্তি বৈঠকে সৌদি আরব, মিসর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। এ ছাড়া আরব লীগের মহাসচিবও এই বৈঠকে যোগ দেবেন। বৈঠকে গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পরিণতির ওপর আলোকপাত করা হবে। একই সঙ্গে এই হামলার জবাবে ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকের আগে ইইউর কূটনৈতিক পরিষেবা বিভাগ জোটের ২৭ সদস্যের কাছে আলোচনাপত্র পাঠিয়েছে। আলোচনাপত্রে ইসরায়েল-ফিলিস্তিনির মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পথনকশা (রোডম্যাপ) থাকার ইঙ্গিত আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *