ডিসেম্বর ১৩, ২০২৪

শহীদ আফ্রিদি বাবরকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছিলেন


রমিজ রাজাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর বড় ধরনের ওলট–পালটই হয়েছে পাকিস্তান ক্রিকেটে। নতুন চেয়ারম্যান নাজাম শেঠি দায়িত্ব নিয়ে প্রথম পরিবর্তন এনেছিলেন নির্বাচক কমিটিতে।

মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছিলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। কিছুদিন দায়িত্ব পালন করে আফ্রিদি অবশ্য স্থায়ী হননি এ পদে। সরে গেছেন ব্যক্তিগত ব্যস্ততার কথা বলে। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক এখন আরেক সাবেক ক্রিকেটার হারুন রশিদ।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে দল নির্বাচন করেছিলেন আফ্রিদি। দলে ঢুকিয়েছিলেন দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। সেই নির্বাচনটি বেশ আলোচিত ছিল। কারণ, তিনি সরফরাজকে দলে নিতে বাদ দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ানকে। আফ্রিদি সেই দল নির্বাচনে আরও একটি কাজ করতে চেয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সে ধরনের কোনো সিদ্ধান্ত তাঁরা নেননি।

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ইউটিউবে একটি চ্যানেলকে বলছেন আফ্রিদির দল নির্বাচনের কথা। আফ্রিদি নাকি অধিনায়ক বাবর আজমকেও অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি গঠন করেছিলাম সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নেতৃত্বে। আনুষ্ঠানিক বৈঠকে বসার আগেই তাঁরা আমাকে বলেছিলেন যে তাঁরা পাকিস্তান দলের অধিনায়ক পদে বদল আনতে চান। অর্থাৎ বাবর আজমকে সরিয়ে দিতে চান তাঁরা।’

শেষ পর্যন্ত সেই ইচ্ছা বাস্তবায়িত হলো না কেন, সেটি বলেছেন নাজাম শেঠি, ‘পরে অবশ্য তারা মত বদলায়। আমাকে তারা বলে, বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমি অবশ্য বলেছিলাম, আপনারা যেকোনো সিদ্ধান্তই নিতে পারেন।’

নাজাম শেঠি অবশ্য পরে বাবরের অধিনায়কত্বের পক্ষেই কথা বলেছেন। তিনি সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, যত দিন বাবরের নেতৃত্বে পাকিস্তান ম্যাচ জিতবে, তত দিন বাবর অধিনায়ক থাকবে, ‘যত দিন বাবর ব্যাটসম্যান হিসেবে সাফল্য পাবে, এবং তার অধিনায়কত্বে দল জিতবে, তত দিন সে–ই অধিনায়ক থাকবে। এখন বাবর যদি হারতে থাকে, তাহলে তার অধিনায়কত্ব নিয়ে মানুষ প্রশ্ন তুলতেই পারে।’

সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বাবর আজমকে খেলানো হয়নি। বোর্ড থেকে বলা হয়েছে, বাবরকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে আফগানিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করেন শাদাব খান। পিসিবির এই পদক্ষেপ বাবরের অধিনায়কত্ব নিয়ে কিছুটা কানাঘুষার জন্ম দেয়। যদিও নাজাম শেঠি টুইট করে জানিয়ে দিয়েছেন আসছে নিউজিল্যান্ড সফরে তিনিই পাকিস্তানকে নেতৃত্ব দেবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *