রোমে বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবের সাথে মিল রেখে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হয়েছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা।
ইতালি রাজধানী রোমের মসজিদ-এ বায়তুল আমান ও মন্তোসাকরো কঙ্কা দি ওরোবাসীর উদ্যোগে পিয়াচ্ছা কঙ্কা দি ওরোর খোলা মাঠে পবিত্র ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১০বছরের ধারাবাহিকতায় এবছরও সকাল ৭টা থেকে শুরু করে ৯টা পর্যন্ত তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ জামাতে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা মিয়া মোঃমজিবুর রহমান, সভাপতি জনাব মোঃ আক্তার, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহ সভাপতি মোঃ জাহিদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান রানা ও কোষাধক্ষ্য আতিকুর রহমান, বিশিস্ট সামাজিক ব্যক্তিত্ব মাসুদুর রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দসহ এ ঈদ জামাতে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী ছাড়াও ইতালীতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম প্রাণ মুসলিম নর নারী।পবিত্র ঈদ উল আযহার নামাজ পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ঈমাম মাওলানা মিকাইল হোসেন।খুৎবায় ইমমাগণ ইব্রাহীম আঃ এর ত্যাগের কথা স্মরন করিয়ে দিয়ে বলেন ত্যাগের মহিমায় চির ভাস্বর পবিত্র ঈদ উল আযহা আমাদের প্রতি বছর ত্যাগের কথা স্মরন করিয়ে দেয়। তারা বলেন ”মহান আল্লাহ তা’লা পবিত্র করোআনে বলেন ”তোমাদের জবাইকৃত পশুর রক্ত মাংশ কোন কিছুই আমার নিকট পৌছায় না, আমার নিকট পৌছায় শুধু তোমাদের তাকওয়া।” আর তাকওয়া অর্জনকারীরাই আখেরাতে লাভবান হবে।
নামাজ শেষে সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।