ঢাকার বিখ‌্যাত রোজ গার্ডেন


এম,এ হক

রোজ গার্ডেন পুরান ঢাকার টিকাটুলিস্থ কে, এম দাস লেনের একটি ঐতিহ্যবাহী ভবন। তৎকালীন নব্য জমিদার ঋষিকেশ দাস বিশ শতকের তৃতীয় দশকে (সম্ভবত ১৯৩০ সালে) গড়ে তোলেন এই গার্ডেন। উনিশ শতকের শেষের দিকে বলধার জমিদারের বাগান বাড়ী (যা বর্তমানে বলধা গার্ডেন নামে পরিচিত) উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে।

বলধার জমিদার নিজে নাট্যকার ছিলেন এবং তাঁর বাড়ীতে নিয়মিত গান বাজনার আসর বসত। ঢাকার একজন ধনী ব্যবসায়ী হিসেবে হৃষিকেশ দাস একদিন বলধার এক জলসায় গেলে, সেখানে নিম্ন বর্ণের হওয়ায় তাঁকে অপমান করা হয়।

এরই ফলশ্রুতিতে একই রকম বাগান বাড়ী নির্মাণ করে এর প্রতিশোধ নিতে তিনি দৃঢপ্রতিজ্ঞ হন বলে কাহিনী প্রচলিত আছে। এভাবেই নির্মিত হয় রোজ গার্ডেন। সমগ্র ভারতে অদ্বিতীয় গোলাপ বাগান সমৃদ্ধ বাড়ী হওয়ার কারণেই এর নাম হয় “বোজ গার্ডেন”। বেশীর ভাগ উপাত্ত থেকে প্রাপ্ত তথ্য মতে ১৯৩০ সালের দিকেই হৃষিকেশ বাবু এ বাগান নির্মাণ শুরু করেন। এই বাগানের জন্য তিনি চীন, ভারত, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাটিসহ গোলাপের চারা এনে লাগিয়েছিলেন।

পরবর্তীতে ঋণের দায়ে তিনি তাঁর সন্মানের প্রতীক এই জৌলুসপূর্ণ বাগান বাড়ীটি ১৯৩৬ সালে খান বাহাদুর মৌলভী কাজী আবদুর রশীদের কাছে বিক্রী করে দিতে বাধ্য হন। সত্তর সালের দিকে “রোজ গার্ডেন” লীজ দেয়া হয় “বেঙ্গল স্টুডিও”কে।

১৯৮৯ সালে প্রত্নতত্ত্ব বিভাগ “রোজ গার্ডেন”কে সংরক্ষিত ভবন বলে ঘোষণা করে। এরপর প্রথম হাত বদল হয় ১৯৩৭ সালে। ১৯৬৬ সালে আবদুর রশীদের বড় ভাই কাজী হুমায়ুন বশীর এই “রোজ গার্ডেনের” মালিকানা লাভ করেন। এ সময় তাঁর নামেই রোজ গার্ডেন হুমায়ুন সাহেবের বাড়ী হিসেবে পরিচিতি লাভ করে। কাজী হুমায়ুন ১৯৭০ সালে তৎকালীন স্বনামধন্য চলচিত্র উন্নয়ন সংস্থা বেঙ্গল ষ্টুডিও ও মোশন পিকচার্স লিঃ এর কাছে বাড়ীটি ভাড়া দেন। শেষে ১৯৯৩ সালে বাড়ীটির অধিকার ফিরে পান কাজী রকিব, হুমায়ুন সাহেবের পারিবারিক বংশধর। বাড়ীটির বর্তমান মালিক তিনি ও তাঁর স্ত্রী লায়লা রাকিব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *