চলে গেলেন শাফিন আহমেদ।
ডেস্ক রিপোর্টঃ
শাফিন আহমেদ ছিলেন মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেছিলেন।
যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় মাইলস ব্যান্ডের এই সদস্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
ব্যান্ডের আর এক সদস্য মানাম আহমেদ তার মৃত্যুর বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।
মৃত্যুর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের বরাত দিয়ে মানাম আহমেদ জানিয়েছেন, শাফিন আহমেদের বড় ধরণের হার্ট অ্যাটাক হয়। সেইসাথে তিনি কিডনির জটিলতায়ও ভুগছিলেন।