ডিসেম্বর ১৪, ২০২৪

কিছু অমীমাংসিত প্রশ্ন


এম,এ হক

অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খায় সেটা হলো, জিয়াকে কেন সেনাপ্রধান করা হয়নি?

সংক্ষেপে সেই প্রশ্নের কিছু কারণ উল্লেখ করা হল।

সাবেক আর্মি চিফ শফিউল্লাহ বলেছেন, “সিনিয়র হওয়া সত্ত্বেও জিয়াকে সেনাপ্রধান না করা সরকারের ভুল ছিল”। [1] তাহলে প্রশ্ন হল, জিয়াকে কেন আর্মি চিফ করা হয়নি? নীচে তা উল্লেখ করা হল।
১। মুক্তিযুদ্ধকালীন সময়ে সঠিক নেতৃত্ব দা‌নে ব‌‌‌্যর্থতা। তার যুদ্ধপরিকল্পনা ও অবহেলার কারণে প্রচুর অফিসার নিহত হয়। (যেমন – কামালপুরের যুদ্ধে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ ও আরও অনেকে।) [2], [3]
২। সেক্টর কমান্ডারদের মিটিং এ অসদাচরণ এবং ওসমানীকে সেনাপ্রধান ও সর্বাধিনায়ক হিসেবে মানতে না চাওয়া। চক্রান্ত পর্যন্তও করেছি‌লেন। যার ফলে ওসমানী প্রবাসী সরকারকে পদত্যাগপত্র পর্যন্ত জমা দিতে বাধ্য হয়েছিলেন। [4]–[7]
৩। যুদ্ধকালীন সময়ের শুরুতে তার অপকর্মের কারণে বিডিএফ হেডকোয়ার্টার সম্মিলিত বোর্ড গঠন করে তাকে কোর্ট মার্শাল করার প্রস্তুতিও নিয়েছিল।
৪। নিজের ফ্যামিলি স্টেবল ছিলনা। এখানে জিয়া এবং তার স্ত্রী (ও শ্বশুরালয়ের) রেকর্ড যাচাই করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্যঃ – বিশ্বের কোন আর্মিতেই ডেপুটি চিফ পদ নেই। তবুও এটি তৈরী করে জিয়াকে রাখা হয়েছিল। এখানে উল্লেখ্য যে, ডেপুটি করার পরেও তি‌নি প্রেসিডেন্টের কাছে নিজে ও বিভিন্ন লোক দিয়ে সরাসরি সুপারিশ করেন, যা নিয়ম ব‌র্হিভূত।
সেনাবাহিনী কঠোর নিয়মে চলা একটি সুশৃঙ্খল বাহিনী। উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় নিলে কোনোভাবেই জিয়ার পদ সেক্টর কমান্ডার হি‌সে‌বে থা‌কে না।
রেফা‌রেন্সঃ
[১] মেজর জেনা‌রেল কে,এম শ‌ফিউল্লাহ্ বি,ইউ; পি,এস,সি “জিয়ার ব্যাপারে সরকার দুটি বড় ভুল করেছিল। – শফিউল্লাহ | সংগ্রামের নোটবুক,” 15th August A National Tragedy. [Online].
[২] মেজর কামরুল হাসান, “শহীদ মুক্তিযােদ্ধাদের শেষ চিঠি | সংগ্রামের নোটবুক,” পতাকার প্রতি প্রণোদনা।
[৩] “বিভিন্ন যুদ্ধের বর্ননা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র | সংগ্রামের নোটবুক.” [Online]. [Accessed: 15-Nov-2019].
[৪] “আত্মসমর্পণ অনুষ্ঠান”|
[৫] “১১ জুলাই ১৯৭১ঃ মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন |

[৬] “আতাউল গনি ওসমানী | সংগ্রামের নোটবুক.” [Accessed: 15-Nov-2019].
[৭] “মূলধারা ৭১ – মঈদুল হাসান | [Accessed: 15-Nov-2019].


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *