উজিরপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া মোনাজাত অনুষ্ঠিত।

সরদার সোহেল উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ উজিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাজন নয় ঐক্যবদ্ধ সংগঠনে থেকে জনকল্যাণে কাজ করে বিএনপিকে শক্তিশালী করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহন করতে নেতাকর্মীদের আহবান জানান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
উজিরপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২ জুন সোমবার উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান এর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায়
আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে রাখেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম আলাউদ্দিন, রফিকুজ্জামান লিটন আসাদুজ্জামান বাদশা, শফিকুল ইসলাম শাহিন শিকদার, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু,মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী,পৌর কৃষক দলের আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সভাপতি মোসাঃ পারুল বেগম, পৌর মহিলা দলের সভাপতি মোসাঃ মাকসুদা আক্তার শিল্পী,উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মনির সরদার, পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ আলাউদ্দিন বেপারী,বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া, মোতালেব হাওলাদার,আঃ মন্নান হাওলাদার,আয়নাল হক হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের তিন সহস্রাধিক নেতাকর্মী।
আলোচনা সভায় শহীদ জিয়ার কর্মময় জিবন ও আদর্শিক রাজনীতির কথা তুলে ধরে সান্টু বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের হামলা মামলা মোকাবেলা করে উজিরপুর বানড়িপারার তৃণমূল বিএনপিকে সংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করে জনগনের ভালোবাসায় গত জাতীয় নির্বাচনে প্রতিনিধিত্ব করেছি, বরিশাল ২ সংসদীয় আসন উজিরপুর বানড়িপারায় সংগঠিত সংগঠনে কেন্দ্রীয় পদবীর বলে মনোনয়ন প্রাপ্তির আশায় কেউ দলের ভেতরে বিভাজন তৈরির চেষ্টা করছে যা দুঃখজনক, তাদেরকে কেন্দ্রীয় সিদ্ধান্তে মনোনীত হবার যোগ্যতা অর্জন করতে কাজ করার পরামর্শ দেন।
দোয়া মোনাজাতে শহীদ জিয়ার আত্নার মাগফেরাত কামনা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদের জন্য দোয়া করা হয়।