আমার দেখা একজন “সিরাজুল ইসলাম মৃধ্যা”


আহাম্মেদ কবির

জনাব সিরাজুল ইসলাম মৃধ্যা, আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ!

মানুষ টাকে পছন্দ করি বেশ কয়েকটা কারণে। তার প্রথম কারণ হচ্ছে, একজন সচ্ছ সৃজনশীল মানুষ। আর আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাহসী সৈনিক। মানুষটা নমনীয় ভাষায় কথা বলে, মারপেঁচ বুঝে কম, অহংকারের ছিটেফোটও নাই। একজন সফল মানুষ! ব্যবসা, রাজনীতি, সমাজনীতি ও ধর্মীয় ব্যপারে সমানভাবে পদচারণা তার। আজকের ইতালি বিএনপি একজন প্রভাবশালী সহ সভাপতি। ছাত্রদলের রাজনীতি দিয়ে তার পথ চলা শুরু। চাঁদপুর সরকারি কলেজের ছাত্র দলের এ জি এস প্রার্থী সেই সিরাজুল ইসলাম মৃধ্যা বিভিন্ন সময় ইউনিয়ন পর্যায়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি ইতালিতে এসেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সময়ের ধারাবাহিকতায় রোম মহানগরের সহ সভাপতি ইতালি বিএনপি র সহসভাপতি হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

শুধু যে দায়িত্ব পালন করছেন তা কিন্তু নয় বর্তমান ইতাল বিএনপিকে যে দু’জন মানুষ শক্ত হাতে দাঁড় করিয়ে রেখেছেন হাজারো প্রতিকূলতার মাঝে তারা হলেন ইতাল বিএনপি র সিংহপুরুষ সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দীন ও সিরাজুল ইসলাম মৃধ্যা। রাজনীতি কারো নেশা, কারো পেশা, কারো ভালোবাসা !

যে ভালোবেসে রাজনীতি করে, তাকে একটা আদর্শ লালন করতে হয় যত্ন করে, যত্ন করতে হয় আত্মার পরিশুদ্ধতা ও আপোষহীন মনোভাব পোষণ করতে হবে যে কোন আগ্রাসনের বিরুদ্ধে। জনাব সিরাজুল ইসলাম মৃধ্যা তেমনই যোগ্যতা সম্পন্ন মেধাবী একজন মানুষ ! দায়িত্ব প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করা, মাঠ ঘাট চষে বেড়ানোর মতো তারুণ্য এরা ! এরা সময়ের উপযোগী নেতৃত্ব তৈরী করতে পারবে কর্মী বান্ধব শক্তিশালি দল গঠন করতে পারবে !

কানাঘুষা দলের ভীড়ে এদের খুঁজে পাবেন না, যেমন কিছু লোক কখনোই কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারে না, আবার জাতীয়তাবাদী দলের কোন অনুষ্ঠানে এদের উপস্থিতি ও তেমন একটা দেখা পাবেন না বা এদের উপস্থিতি ও তেমন আকর্ষন সৃষ্টি করে না। অথচ দলের গুরুত্বপূর্ণ পদ এদের চাই ! নয়তো দলে একটা হযবরল তৈরী করতে এরা সদা ব্যস্ত হয়ে যায় । দলের আদর্শ লালন করা তো দুরের কথা এরা ( হাম চে বড়া কন হে ) টাইপের কথা বার্তা!

বাংলাদেশ জাতীয়তাবাদীর দলের প্রতিটা নেতা কর্মীকে মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, আগে দলের আদর্শকে লালন করতে হবে পরিশুদ্ধ আত্মায়, বিবেক আর বিবেচনায় !!! কিন্তু দুঃখ জনক হলেও এটা সত্যি, দল ধংস হয়ে গেলেও এদের পদ চাই। নয়তো ওকে ঠেকাও একবার ও চিন্তা করে না – এই মানুষটা দলের দায়িত্ব পেলে দলটা সুন্দর হবে, দলটা শক্তিশালী হবে !

জনাব সিরাজুল ইসলাম মৃধ্যা ইতাল বিএনপির জন্য এই মুহুর্তে একজন যোগ্যতা সম্পন্ন মেধাবী দায়িত্ববান জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। জনাব সিরাজুল ইসলাম মৃধ্যা এমন একজন মানুষ, যে মানুষটা তার ব্যবসা সম্প্রসারণ করেছেন ইউরোপ এশিয়াসহ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ! বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ কর্মী সিরাজুল ইসলাম মূধ্যা! যা ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসি অন্তত শত খানেক কর্মী কর্মরত আছে শুধু ইউরোপেই! আলহামদুলিল্লাহ!

মাঝেমধ্যে আমি অবাক হই, একটা মানুষ দলকে কতটা ভালোবাসলে তার গ্রামের সেই ছোট ছেলেটাকে মনে করে ফোন দেয়, প্রায় অনেকেরই খোঁজ খবর নেয়, যারা তার সাথে দেশে ছাত্রদলের রাজনীতি করতো, এত ব্যস্ততার মাঝেও !!!

আমি অনেক সময় বলি “সিরাজ এত এনার্জি কই থেকে পান” সে মিষ্টি একটা হাসি দিয়ে বলে ভাই আমরা এক সাথে রাজপথে থেকেছি মানুষ গুলো আমার আত্মার কাছের এরাই জাতীয়তাবাদী শক্তি দিনশেষে। ইতালি বিএনপি হবে একটি জাতীয়তাবাদী শক্তির সৈনিক দের নিয়ে, যারা সত্যিই দলের জন্য সুদিন নিয়ে আসবে। আমার প্রানের সংগঠন এই বিএনপি। অতঃপর আমরা যারা বিএনপির আদর্শকে বুকে লালন করি, তারা সবাই চাই এই সংগঠন দায়িত্ব প্রাপ্ত হোক তাদের হাতে, যারা কর্মী বান্ধব জনপ্রিয় দল হিসাবে দলকে গড়ে তুলবে।

পরিবর্তন আনুক ঘষামাজা করা, আতুর লুলার, রাতের অন্ধকারে ভূতে ভর করা ???

ইতাল বিএনপি সাজুক তারুণ্যের প্রতীক হিসেবে। কথায় না বড় হয়ে কাজে বড় হওয়া, সেই তারুণ্যের হাত ধরে। যাদের পেছনে দাঁড়িয়ে ও গর্ব অনুভব করব, আমার প্রিয় সংঠনের নেতা কর্মী রা !

জনাব সিরাজুল ইসলাম মৃধ্যা যেমন একজন সংগঠক! তেমনই একজন নেতা ! সবার বিশ্বাস আর আস্থার একটা জায়গা! জনাব সিরাজুল ইসলাম মৃধ্যা !!!

আহাম্মেদ কবির
সহসভাপতি, ইতালি বিএনপি
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি
ইতালি – যুবদল


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *