সেপ্টেম্বর ৯, ২০২৪
জিয়াউল হক শুভ্র

আমি বন্ধু আরিফুল হককে গত পরশু রাতে বলেছিলাম, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে লিখব।কিন্তু এতটাই বিরক্তিকর লাগছে মেধাবী শিক্ষার্থীদের “কোটা” বিষয়ক আন্দোলনের সরল পথকে ’৭১ এর পরাজিত শক্তি বিএনপি জামায়েতের ষড়যন্ত্রকারীদের বক্রপথে নিয়ে যাওয়ার ধারাবাহিকতার চিত্র দেখতে! অথচ দেশবরেণ্য কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব,খেলোয়াড় ও বুদ্ধিজীবীদেরও এই ঘৃন্য চক্রান্ত কে সমর্থন করতে দেখে যারপরনাই হতাশ লাগছে। প্রকৃতপক্ষে দেশের এই লজ্জাজনক দুর্দিনে কিছু তো একটা করা দরকার!!

ঘরে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান পরিস্থিতির উপর গভীর নজর রাখছি।পাশাপাশি পরিস্থিতির উপর ভিত্তি করে সত্য তথ্য সংগ্রহ করে তার বিশ্লেষণমূলক প্রচার করতে কাজও করছি।তবু কেমন যেনো নিরর্থক লাগছে নিজের এই ঘরে বসে থাকা!!

প্রকৃত পক্ষে, একটা সময় ঢাকা কলেজ জীবনে ছাত্র থাকাবস্থায় বিরোধী দলের আল্টিমেটাম সফল করতে সম্পূর্ণ নিজ উদ্যোগে জান জীবন বাজি রেখে কতো আন্দোলন – সংগ্রাম করেছি। সেই ’৯২ এর স্কুল অবজেক্টিভ আন্দোলনে নেতৃত্ব দিয়ে তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের ঘোষিত শিক্ষা বিষয়ক আইন পরিবর্তন করতে বাধ্য করা হতে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক কাজে ব্যর্থ হয়েছি বলে মনে পড়ে না। তবে আজ কেনো রাজপথে নামতে বাঁধা লাগছে, কেনো? আমি তো বঙ্গবন্ধু কন্যা কে প্রাণের চাইতে বেশী ভালোবাসি।তাঁর জন্যই এ দলে বহু বছর নিরলস ভাবে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ এসাইনমেন্ট সফল রূপে সম্পূর্ণ করেছি।বিনিময়ে তাঁর হাসিমাখা মুখটাই নিজের প্রাপ্তি মনে করে আত্মতৃপ্তি খুঁজে পেয়েছি। একসময় তাঁর ব্যস্ততা আর অপছন্দের কিছু লোককে তাঁর পাশে অবস্থান নিতে দেখে অস্বস্তিতে পড়ে যেতাম।একসময় সিদ্ধান্ত নিয়ে ফেললাম,এ অস্বস্তি নিয়ে জীবন যাপন করার কোনো যৌক্তিকতা নেই। তাই দল,দলের পদবী,ক্ষমতা সকল কিছু হতে দূরত্ব তৈরী করে চলে এসেছি নিজ পিতৃভূমিতে বহুদিন। তবু দলের জন্য যখন যা করা প্রয়োজন মনে করেছি স্থানীয় রাজনীতিতে, অদৃশ্য আমি আমার শতভাগ শ্রম ও মেধা দিয়ে তাই করে চলেছি আজ পর্যন্ত। তবু আজ সর্বোচ্চ বিপজ্জনক পরিস্থিতিতে কেনো আমার মন চঞ্চল হয়ে উঠছে না? কেনো, কেনো?

হয়তো সেই অপছন্দের লোকেদের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে, যেখানেই বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্ট কর্মকাণ্ড দেখি – সেখানেই স্বার্থান্বেষী ঐ বিড়ালের দলকে অহংকারী আচরণ করতে দেখি। এসকল বিষয় আমার চঞ্চলতার সেই সজাগ অনুভূতিগুলো কে ভোঁতা করে দিলো কি???


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *