ডিসেম্বর ১৪, ২০২৪

জিয়াউল হক শুভ্র
গ্রীক দেব- দেবীর নামে ইংরেজী মাসগুলোর নামকরনের বিষয় এ আমাদের অনেকেরই জানা আছে। ইতিহাস ঘাটলে পৃথিবীর বিভিন্ন জাতি,সভ্যতা ও সংস্কৃতি তেও মাস গুলোর কর্তৃত্ব খেয়াল করা যায়।
নিজ দেশ ” বাংলাদেশ”- এর ইতিহাসে আগস্ট” মাস যেনো প্রহসনের অপর নাম! বাঙ্গালী জাতির স্বকীয়তা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে বিপজ্জনক সময়ের পরিচিতি পেয়েছে এই ” আগস্ট!
মানবিক চারিত্রিক বৈশিষ্ট্যের দূর্বলতা আমরা বাঙালির অহংকার কে ঐক্যবদ্ধ হতে বাধাগ্রস্ত করে আসছে পৃথিবী সৃষ্টির পর হতেই। দেশের উত্তর – দক্ষিন- পূর্ব- পশ্চিম অঞ্চলের জেলাগুলোর নিজস্ব সংস্কৃতি তে ধার করে নেওয়া আচারের কারনে পাশ্ববর্তী বিভাগের সংস্কৃতি ও রুচির সাথে চরম বৈপরীত্য গোপন থাকেনি কখনো। এই যখন আমাদের বাহ্যরূপের বর্ননা, তখন বাঙ্গালী জাতির স্থিতিশীলতার পরিকাঠামো যে সীমিত হইবে এ আর নুতন করে বলবার অবশিষ্ট রাখে নি।
বাঙ্গালী জাতির বিশ্বব্যাপী পরিচয়ের মূলকেন্দ্রে যে ব্যক্তির অবস্থান, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের রাষ্ট্র পরিচালনার শৃঙ্খলা এবং সময়সীমা নিয়ে গত দেড় যুগে একরকম বিস্ময়কর উত্থানের চিত্র নিজ দলীয় এবং বিপক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝেও জোড়ালো স্থায়ীত্বের ক্ষণবিশ্বাস তৈরী করেছিলো।কিন্তু প্রহসনের মাস হিসাবে পরিচিত ” আগস্ট ” ২০২৪ খ্রীস্টাব্দ সম্পূর্ণ অযৌক্তিক ও দুর্বলতর আয়োজকদের এক আন্দোলনে সেই বিশ্বাসের অবস্থানকে ধ্বংস করে দিয়েছে,অবশ্যই দেশ ও বিশ্বের বিভিন্ন পরাশক্তির বহুদিনের প্রচেষ্টায় এই কালো অধ্যায়ের সূচনা করে জাতির বিবেক কে প্রশ্নময় করে রাখলো নিশ্চিত এই দশকের শেষ অব্দি!
পৃথিবীর সবচাইতে বড় সন্তোষজনক বিষয় হলো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জীবিত আছেন। আলহামদুলিল্লাহ 🇧🇩

◼️ শুভ্র বাংলাদেশ ◼️


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *